Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন  ঃ
সক্রিয় ঃ ৫ টি
নিস্ক্রিয় ঃ ১২ টি
মোট  ঃ ১৭ টি।
উপকৃত মহিলার সংখ্যা ঃ  ৩৫০ জন।
২০১০-২০১১ অর্থবছরে অনুদান 
প্রাপ্ত সমিতির সংখ্যা ঃ ২টি।
প্রাপ্ত টাকার পরিমান ঃ  ৪২,০০০/-  ( ) হাজার টাকা।
 
ভিজিডি কার্যক্রম ঃ
২০২১-২০২২ চক্র
মোট উপকারভোগীর  সংখ্যা ঃ ১৪০৭ জন
জুলাই /২১ হতে জুন/২২ পর্যন্ত
বরাদ্দকৃত খাদ্যশস্যের পরিমান ঃ  ৫০৬.৫২  মেট্রিক টন।
সহযোগী এনজিওর নামঃ      নবজীবন, পলাশপুর, সাতক্ষীরা
ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের সঞ্চয় আদায় ও  প্রশক্ষণ পরিচলনা করে থাকে । 
 
     মহিলা উন্নয়ন সমন্বয় কার্যক্রম ঃ প্রতি ২ মাস অন্তর মহিলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়       
                                                                      মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন বিভাগ হতে মহিলাদের উন্নয়নে 
                                                                     গৃহীত কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হয়।
 
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম ঃ 
সদর কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দের পরিমাণ ঃ ১২,৫৪,০০০/- ( বার লক্ষ চুয়ান্ন হাজার ছিষট্টি ) টাকা।
মোট বিতরণ কৃত ঋণের পরিমাণ ঃ ৫৬৪৩০০০/- ( ছাপ্পান্ন লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা।
ঋণ গ্রহীতার সংখ্যা ঃ ৪৩৭ জন।
মোট আদায়কৃত ঋণের পরিমাণ ঃ ৪৯৫০২৭৪ /-( ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত চুয়াত্তর টাকা।
মোট অনাদায়ী ( চলমান + খেলাপী ) ঃ ৯৭৪৮৭৬ (নয় লক্ষ চুয়াত্তর হাজার আটশত ছিয়াত্তর টাকা) ।
  দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রম ঃ
 
চলমান উপকারভোগীর সংখ্যা ঃ ২৫০৬ জন।
 
নারী  ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম  ঃ প্রতি মাসে উপজেলা নারী ও শিশু নির্যাতন  প্রতিরোধকমিটিরসভা অনুষ্ঠিত হয়।
যৌতুক বিরোধী কার্যক্রম ঃ যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় উঠান বৈঠক,সমাবেশ করা হয়।
নারী ও শিশু পাচার রোধ কার্যক্রম ঃ নারী ও শিশু পাচারের   প্রতিরোধ গড়ে তোলার লক্ষে  সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় উঠান বৈঠক, সমাবেশ  করা হয়।
বাল্যবিবাহ সংক্রান্ত ঃ  বাল্যবিবাহ প্রতিরোধের নিমেত্তে প্রতিমাসে ৪টি ইউনিয়নে/ দুটি স্কুলে উঠান বৈঠক ও আলোচনা সভা করা হয়।
আইজিএ প্রকল্প ঃ বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইন এই দুই ট্রেডে ২৫ জন করে ৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রতি তিন মাস অন্তর অন্তর   প্রশিক্ষণ প্রদান করা হয়।     
কিশোর-কিশোরী  ক্লাব ঃ অত্র উপজেলার প্রতি ইউনিয়নে ১টি করে মোট ১৩ টি ক্লাবে ৩০ জন করে  ৩৯০ জন কিশোর কিশোরীকে সংগীত ও  আবৃত্তি শিখানো হয়।