Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ভিশন

বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায়কাজ করে যাচ্ছে। গত ৩ বছরে  ভিজিডি কার্যক্রমের মাধ্যমে ১৫ লক্ষ দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রায় ৩ লক্ষ নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ২ লক্ষ ৫০ হাজার কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে। ২৪৮২৪ জন নারীকে ১৬৫২.৩০ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ১৯ লক্ষ নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে।  ৩১৬৬ জন মহিলাকে আইনি সহায়তা এবং ৯৪৫ জন মা ও শিশুকে সহায়তা কেন্দ্রে আশ্রয় দেয়া হয়েছে। ১৫৩ জন মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। কর্মজীবী হোষ্টেলের মাধ্যমে ১৪০০ জন কর্মজীবী মহিলার নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ৪৩টি ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে ২৭৩৮ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষণে” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলায় ৫টি ক্যাটাগরীতে ৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। ২৪৫ জন নারীকে উদ্যোগক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।   আত্ননির্ভরশীল করার লক্ষে দরিদ্র মহিলাদের মধ্যে ২৭২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চাকুরী বিনিয়োগ তথ্য কেন্দ্রের মাধ্যমে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৭০০ মহিলার চাকুরীর সংস্থান করা হয়েছে। কিশোর-কিশোরীদের বিকাশ সাধনের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে ৫২৯ টি ক্লাবের মাধ্যমে প্রায় ৪০ হাজার কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দুঃস্থ মহিলা ও শিশু সহায়তা তহবিল হতে ৩২৩ জন কে সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

 

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহঃ

নারীর প্রতি সমাজের নেতিবাচক মনোভাব, বাল্যবিবাহ, মাঠ পর্যায়ে অপ্রতুল জনবল, প্রয়োজনীয় যানবাহন ও অফিস সরঞ্জামের অভাব, প্রশিক্ষিত ও দক্ষ জনবলের অভাব, সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, সঠিক ক্ষেত্রে সঠিক সেবা প্রদানে সীমাবদ্ধতা, নারী উন্নয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বেসরকারী সংস্থার সাথে সমন্বয়হীনতা দপ্তরের অন্যতম চ্যালেঞ্জ।

ভবিষ্যত  পরিকল্পনা

এ দপ্তরের ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে, (১) তৃনমূল পর্যাযের দুস্থ ও অসহায় নারীদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা। (২) প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত জনবল নিয়োগ এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা (৩) জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ আলোকে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ বাস্তবায়ন, (৪) বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন (৫) সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণের সুযোগ সৃস্টি করা, (৬) নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ (৭) সাবেক ছিটমহলের নারীদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ। (৭) বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে  নারীদের স্বনির্ভর করা, (৮) কর্মজীবী  মহিলাদের আবাসন সুবিধার জন্য কর্মজীবী মহিলা হোষ্টেল পরিচালনা, (৯) কর্মজীবী মহিলাদের সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা, (১০) ভিজিডি উপকারভোগী পরিবারবর্গের পুষ্টিমানউন্নয়নে সহায়তা করা, (১১) মহিলা বিষয়ক অধিদপ্তরাধিন সকল সেবার ডাটা বেইজ তৈরি,  (১২) কিশোর-কিশোরীদের সঠিক পরিচর্যার মাধ্যমে দক্ষ জন সম্পদে পরিণত করা। (১৩) দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে নারীর অভিযোজনের ক্ষেত্রে সহায়তা করা। (১৪) অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন সম্পদে রূপান্তরিত করা।